৫ কোটি টাকার সরকারি জমি দখল করতে 'হিন্দু পাড়ায় মসজিদ নির্মাণ'

দেশ রূপান্তর প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩, ১৫:৩৯

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সড়ক ও জনপদের জায়গা দখল করতে হিন্দু পাড়ায় মসজিদ নির্মাণের অভিযোগ উঠেছে প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, সামনে মসজিদ নির্মাণ করে তার পাশে সড়ক ও জনপথের (সওজ) প্রায় ৪৭ শতাংশ জমি দখল করে ফেলেছে চক্রটি। যার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা।


সরজমিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ছোট বালুয়াকান্দি এলাকায় গিয়ে দেখা যায়, মহাসড়কের দক্ষিণ-পশ্চিম কোণ ঘেঁষে একটি রাস্তা নির্মাণ করে তার উভয় দিকে বালু ভরাট করা হয়েছে। এক প্রান্তে ছোট বালুয়াকান্দি আল-আকসা জামে মসজিদ নামে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কেউ জায়গা লিখে না দিলেও জোরপূর্বক ব্যক্তি মালিকাধীন জায়গা, সড়ক ও জনপথের জায়গায় নির্মাণ করা হয়েছে মসজিদটি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও