কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নোয়াখালীতে পোলট্রি ফিড কারখানায় ‘হেলমেট’ বাহিনীর হামলা, ভাঙচুর, বিস্ফোরণ

প্রথম আলো প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩, ১৫:১২

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পোলট্রি ফিড কোম্পানির কারখানার কার্যালয়ের একটি কক্ষে হামলা, ভাঙচুর ও বিস্ফোরণ ঘটিয়েছে ‘হেলমেট’ বাহিনী। গতকাল রোববার রাত পৌনে ১০টা থেকে ১১টার মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার গোয়ালের পোল এলাকায় এ কে পোলট্রি ফিড কারখানায় এই ঘটনা ঘটে।


কারখানার পরিচালক, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত পৌনে ১০টার দিকে ৩০ থেকে ৪০টি মোটরসাইকেলে করে কোম্পানীগঞ্জের আলোচিত ‘হেলমেট’ বাহিনীর সদস্যরা বসুরহাট-কবিরহাট-সোনাপুর সড়কের পাশের এ কে পোলট্রি ফিড কারখানার সামনে আসেন। তখন কারখানার ফটকে থাকা নিরাপত্তারক্ষী ভয়ে ভেতরের দিকে চলে যান। এরপর হেলমেট বাহিনীর সদস্যরা কারখানার কার্যালয়ের একটি কক্ষে ঢুকে কোনো কথাবার্তা ছাড়াই হামলা ও ভাঙচুর শুরু করেন। একই সময় তাঁরা বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটান। ভয় ও আতঙ্কে কারখানার পরিচালক ও কর্মচারীরা নিরাপদ স্থানে চলে যান। ভেতরে হামলা ও ভাঙচুর শেষে প্রায় ৪০ মিনিট তাঁরা কারখানার সামনে ও আশপাশে মহড়া দেন। এ সময় কারখানার লোকজন জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে রাতে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে আজ সোমবার সকাল পর্যন্ত পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক কিংবা শনাক্ত করতে পারেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও