এমপি হওয়ার আশায় উপজেলা চেয়ারম্যানদের পদত্যাগের হিড়িক

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩, ১২:৫৯

জাতীয় সংসদ সদস্য (এমপি) হওয়ার আশায় পদ ছাড়ছেন দেশের বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যানরা। গতকাল (রোববার) বিকেল পর্যন্ত মোট ৯ জন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদত্যাগ করেছেন। এ ছাড়া মনোনয়ন প্রত্যাশী একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও তার পদ ছেড়েছেন।


জানা গেছে, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী সরকারের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকলে তিনি প্রার্থী হওয়ার যোগ্য হবেন না। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের পদ লাভজনক। এসব পদে থেকে সংসদ নির্বাচন করা যাবে না। এ জন্য পদ ছাড়ছেন চেয়ারম্যানরা।


স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, রোববার বিকেল পর্যন্ত ৯ জন উপজেলা চেয়ারম্যান, আর একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদত্যাগের বিষয়ে প্রজ্ঞাপন হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও