পণ্যবাজারে দেখা যাচ্ছে দ্বিমুখী প্রবণতা

www.ajkerpatrika.com সম্পাদকীয় প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩, ০৯:৪৬

সবজির বাজারে অস্থিরতা কাটতে শুরু করেছে। শীত এসে যাচ্ছে; এর আগেই বাজারে এসে গেছে শীতের সবজি। উৎপাদন ভালো বলেই মনে হয়। এর প্রভাবে দাম কমে আসারই কথা। এ ক্ষেত্রে সরবরাহ স্বাভাবিক থাকাটাও গুরুত্বপূর্ণ। চলমান ধর্মঘট-অবরোধ কর্মসূচিতে সেটা কমবেশি ব্যাহত হচ্ছে বৈকি। এমন পরিস্থিতিতে পরিবহন ব্যয়ও বেড়ে যায়। তার প্রভাব পড়ে দামে। মাঝে খবর মিলেছিল, বিদ্যমান পরিস্থিতিতে বগুড়ার একটি পাইকারি বাজারে সবজির দাম অর্ধেক হয়ে গেছে। দামের আকস্মিক পতন আবার উৎপাদক ও এর ব্যবসায়ীদের জন্য খারাপ। অর্থনীতিতে তাঁদের স্বার্থ ।


সবজির মধ্যে আলু নিয়ে রীতিমতো সংকট দেখা দিয়েছিল। এর কারণ উৎপাদন না বাজার ব্যবস্থাপনায় নিহিত, সেটা নিয়ে দুই মন্ত্রণালয়ে রয়েছে মতভেদ। তাতে আমদানি শুরু হতেও দেরি হয়। আলুও শেষতক আমদানি করতে হলো, এটা নিয়ে আক্ষেপ আছে অনেকের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও