আইফোনে কল রেকর্ড করবেন যেভাবে
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩, ২৩:৩৯
বর্তমানে ফোনে কল রেকর্ড করা বেশ ঝামেলার। অপর পাশের মানুষকে না জানিয়ে কল রেকর্ড করা যায় না। সেটা হোক অ্যান্ড্রয়েড কিংবা আইফোন। সবটায় একই অবস্থা। তবে সহজ একটি কৌশলে অপরপাশের মানুষকে না জানিয়ে আইফোনে কল রেকর্ড করতে পারবেন।
কোনো সফটওয়্যার বা থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে নয় একটি ডিভাইস দিয়েই কাজটি করা যাবে। এটি থাকলে কোনো সফটওয়্যার বা থার্ড পার্টি অ্যাপ ছাড়াই কল রেকর্ড করতে পারবেন। ম্যাগমো নামের এই ডিভাইসটি এতই পাতলা এবং দেখতে সুন্দর যে চুম্বকের মতো আপনার ফোনের পিছনে লেগে থাকে। এতে আপনার ফোনে কোনো খারাপ প্রভাব পড়ে না।
- ট্যাগ:
- প্রযুক্তি
- আইফোন
- কল রেকর্ডিং