জিম্মি মুক্তি চুক্তি না হওয়ার খবরের পর উত্তর গাজায় তীব্র লড়াই

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩, ২৩:২৪

৫০ জিম্মিকে মুক্তির বিনিময়ে পাঁচ দিনের যুদ্ধবিরতির নিয়ে ইসরায়েল ও হামাসের একটি চুক্তিতে উপনীত হওয়ার খবর নাকচ হওয়ার পর রোববার গাজার উত্তরাঞ্চলে দুই পক্ষের মধ্যে লড়াই আরও তীব্র হয়েছে। ইসরায়েলের বিমান হামলায় গাজার কেন্দ্রস্থলে কয়েক ডজন মানুষ মারা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।


কূটনীতিকদের বরাত দিয়ে শনিবার ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছিল, কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে এবং উভয় পক্ষ একটি চুক্তির বিষয়ে একমত হয়েছে।


ওয়াশিংটন পোস্ট ‘ছয় পাতার ওই চুক্তি’ সম্পর্কে ‘বিস্তারিত তথ্য’ দিয়ে জানায়, চুক্তিতে ‘অন্তত পাঁচ দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। যে সময়ে প্রাথমিকভাবে ৫০ জন বা তার বেশি জিম্মিকে মুক্তি দেওয়া হবে। প্রতি ২৪ ঘণ্টায় জিম্মিদের এক একটি দলকে মুক্তি দেওয়া হবে’।


সেইসঙ্গে চুক্তিতে গাজায় পাঠানো ‘মানবিক ত্রাণের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়ানোর’ কথাও বলা হয়। ওই ত্রাণের মধ্যে বিশেষ করে ‘জ্বালানির’ কথা উল্লেখ করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও