লোহিত সাগরে জাহাজ জব্দ করেছে ইয়েমেনের হুথি: ইসরায়েল
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩, ২৩:২২
ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি লোহিত সাগরে একটি পণ্যবাহী জাহাজ জব্দ করেছে বলে জানিয়েছে ইসরায়েল। রোববার লোহিত সাগরের দক্ষিণাঞ্চলীয় ব্রিটিশ মালিকানাধীন জাপানি ওই জাহাজ হুথির সদস্যরা জব্দ করেছে। আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে হুথিদের এই ঘটনা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে ইরানকে দায়ী করে ইসরায়েল বলেছে, এটি ইরানের সন্ত্রাসবাদী কর্মকাণ্ড।
গত ৭ অক্টোবর ইসরায়েলের সাথে হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে তেহরানের মিত্র হুথিরা।