
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়াল
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩, ২০:৪৪
দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত ১ হাজার ২৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ লাখ ১ হাজার ২৫৫ জন হাসপাতালে ভর্তি হন।
যদিও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪ হাজার ৯৪৯ জন। এর মধ্যে ঢাকায় হাসপাতালে ভর্তি আছে ১ হাজার ২২৭ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছে ৩ হাজার ৭২২জন।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় ১ লাখ ৫ হাজার ৫৩৫ এবং ঢাকার বাইরে ১ লাখ ৯৫ হাজার ৭২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।