 
                    
                    এবার ক্ষমা চাইলেন তানজিন তিশা
                        
                            প্রথম আলো
                        
                        
                        
                         প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৩, ১৭:১৩
                        
                    
                সংবাদকর্মীদের হুমকি দেওয়ার ঘটনায় সমালোচনার মুখে ক্ষমা চাইলেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা।
গত বৃহস্পতিবার বেসরকারি গণমাধ্যম চ্যানেল টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন এই অভিনেত্রী। তাঁর এই মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে, সামাজিক মাধ্যমে প্রতিবাদ করেন বিনোদন সাংবাদিকেরা।
এর মধ্যেই আজ শনিবার দুপুরে এক ফেসবুক পোস্টে তানজিন তিশা লিখেছেন, ‘আমার অনাকাঙ্ক্ষিত কথায় আপনারা কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’
 
                    
                 
                    
                