টস–পিচ কোনো ব্যাপার নয় কামিন্সের কাছে, অস্ট্রেলিয়া সবকিছুর জন্য তৈরি

প্রথম আলো প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৩, ১৬:৩০

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের প্রথম সেমিফাইনালের পিচ বদল নিয়ে বিতর্কের রেশ এখনো থামেনি। সেই ঘটনার রেশ ধরেই আলোচনা চলছে, কেমন হবে ফাইনালের পিচ। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আজ পিচ নিয়ে প্রশ্ন করা হয়েছিল অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সকেও।


সেই প্রশ্নের উত্তরে কামিন্স যা বলেছেন, সেটার মানে দাঁড়ায়, পিচ বা টস নিয়ে তিনি ভাবছেন না। টস জিতলেন নাকি জিতলেন না, পিচ ব্যাটিং নাকি বোলিংবান্ধব হলো—এটা কোনো ব্যাপার নয় তাঁর কাছে। অস্ট্রেলিয়া দল সবকিছুর জন্যই তৈরি।


সংবাদ সম্মেলনে কামিন্সকে প্রথম প্রশ্নটিই করা হয় পিচ নিয়ে। পিচ কি দেখেছেন? এই প্রশ্নের উত্তরটা সংক্ষেপে শেষ করেন কামিন্স, ‘হ্যাঁ, একবার মাত্র তাকিয়েছি।’ এরপর তাঁকে প্রশ্ন করা হয়, কেমন দেখলেন? এই প্রশ্নের উত্তরে কামিন্স বলেন, ‘আমি পিচ খুব বেশি ভালো বুঝি না। কিন্তু এটাকে ভালোই মনে হয়েছে। দেখলাম, তারা মাত্র পানি দিয়েছে। তাই আরও ২৪ ঘণ্টা সময় যাক, এরপর দেখা যাবে। কিন্তু এটাকে ভালো উইকেটই মনে হচ্ছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও