রাজপথে তারকারা
যুগান্তর
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৩, ১৫:৩৩
দেশে চলমান অস্থিতিশীল রাজনীতি নিয়ে শংকিত শোবিজের নানা অঙ্গনের তারকারা। এ তালিকায় আছেন অভিনয়, সংগীতশিল্পী, নির্মাতা, প্রযোজক, সুরকার ও সংগীত পরিচালকরা।
শনিবার সকালে হরতাল-অবরোধ বন্ধের প্রতিবাদে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করেছে শিল্পী সমাজ। তাদের দাবি, অবিলম্বে দেশে আগুনসন্ত্রাস বন্ধ করতে হবে।
'ধ্বংসের বিরুদ্ধে শিল্পী সমাজ'— এই স্লোগানে শাহবাগে মানববন্ধন করে শিল্পী ও কলাকুশলীরা বলেন, জনগণের পেটে লাথি মেরে কোনোভাবেই জনগণের জন্য কাজ করা যায় না। হরতাল-অবরোধের মাধ্যমে বিএনপিজামায়াতের রাজনীতি জনগণের ক্ষতি করছে। যারা নিম্নবিত্ত তাদেরকে তারা হত্যা করছে আগুনসন্ত্রাসের মাধ্যমে। পুলিশ মারা যাচ্ছে, সাংবাদিক আহত হচ্ছে। এসব আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করছে। নতুন প্রজন্মের কাছে নেতিবাচক রাজনীতিকে তুলে ধরছে। আমরা এটা চাই না।'