ঘূর্ণিঝড়ে জাতীয় গ্রিডের তার ছিঁড়ে ২৮ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন ঝালকাঠি

প্রথম আলো ঝালকাঠি প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৩, ১৫:০০

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিধিলি’র আঘাতে বিদ্যুতের খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে ২৯ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন অবস্থায় আছে ঝালকাঠি জেলা। বিদ্যুতের অভাবে জেলা শহরে পৌরসভার পানি সরবরাহ বন্ধ থাকায় মানুষ বিপাকে পড়েছেন। বিদ্যুৎ ও পানিবিহীন অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন সেখানকার বাসিন্দারা।


ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ঝালকাঠি কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে বরিশাল শহরতলির জাগুয়া এলাকায় জাতীয় গ্রিডের ৩৩ কেভির সঞ্চালন লাইনে পাঁচটি চাম্বলগাছ পড়ে। এতে আজ শনিবার বেলা দুইটার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঝালকাঠি জেলা বিদ্যুৎহীন অবস্থায় ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বিদ্যুৎ–সংযোগ দেওয়া সম্ভব হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও