কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পানিতে ডুবে জাদু দেখিয়ে রেকর্ড গড়ল কিশোরী

প্রথম আলো আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৩, ১১:৫৯

ডেভিড কপারফিল্ডের নাম শোনেননি, এমন মানুষ কমই আছেন। জনপ্রিয় এই মার্কিন জাদুকর তো একবার কারসাজি করে পুরো স্ট্যাচু অব লিবার্টিই গায়েব করে দিয়েছিলেন। তা এখন থেকে চার দশক আগের ঘটনা। হাল আমলের ছোট্ট কিশোরী অ্যাভেরি এমারসন ফিসারই বা কম কিসে? পানিতে ডুবে টানা ৩৮টি জাদু দেখিয়েছে সে। এতে তার নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের খাতায়।


অ্যাভেরির বাড়িও যুক্তরাষ্ট্রে। এখন তার বয়স মাত্র ১৩ বছর। জাদুর খেলায় হাত পাকানোর পাশাপাশি পানির নিচে সাঁতার কাটার কৌশল বেশ ভালোভাবেই রপ্ত করেছে সে। এই দুই গুণ একসঙ্গে কাজে লাগিয়েই যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে সে জাদু দেখিয়েছে। পানির নিচে ৩৮টি জাদু দেখাতে তার সময় লেগেছে মাত্র তিন মিনিট।


অ্যাভেরিকে অভিনন্দন জানিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। তাতে দেখা যায়, ডুবুরির পোশাক পরে, মুখে অক্সিজেনের নল লাগিয়ে একের পর এক জাদু দেখিয়ে যাচ্ছে অ্যাভেরি। ভিডিওতে লাইক দিয়েছেন প্রায় আট হাজার মানুষ। আর এত কম বয়সে অ্যাভেরির এই অর্জনের প্রশংসা করে মন্তব্য করেছেন অনেকেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও