![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-11%252F65108b2e-98ee-498e-b15c-989c6fb19285%252F299971488_1257702598331700_741047173201384988_n.jpg%3Frect%3D0%252C0%252C1162%252C654%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.1)
যেভাবে নয়নতারা, আলিয়া আর ক্যাটরিনাকে হারিয়ে দিয়েছেন এই অভিনেত্রী
চলতি বছরই তাঁর চলচ্চিত্রে অভিষেক। আর অভিষেকের পরেই বাজিমাত করেছেন। পরপর দুই সিনেমা সুপারহিট হওয়ার পথে। তাঁর অভিনীত দুই সিনেমা ব্যবসা করেছে ১ হাজার ৫০০ কোটি রুপি! কে এই অভিনেত্রী? ভারতীয় গণমাধ্যম ডিএনএ অবলম্বনে সেটাই জেনে নেওয়া যাক।
এই অভিনেত্রী আর কেউ নন, ঋদ্ধি ডোগরা। টিভিতে তিনি পরিচিত মুখ, করেছেন ওয়েব সিরিজও। তবে চলচ্চিত্রে অভিষেক চলতি বছর। কেন এত দেরি হলো সিনেমায় অভিনয় করতে। এ প্রসঙ্গে ভারতের অনলাইন গণমাধ্যম পিপিংমুনকে দেওয়া সাক্ষাৎকারে ঋদ্ধি বলেছেন, ‘টেলিভিশনের পর্দায় আমি দারুণ দারুণ সব শো করেছি। কিন্তু ক্যারিয়ারের শুরুর দিকে বলা হতো আমার মুখ কোনো অসহায় নারী চরিত্রের উপযোগী নয়। আমাকে দেখে কোনোভাবেই মনে হয় না যে আমি এক দুঃখী মেয়ে। তাদের বক্তব্য, আমার মুখ মোটেও নরমসরম নয়। আর তাই আমি কোনোভাবেই ছোট পর্দার নায়িকার চরিত্রের জন্য উপযুক্ত নই। এসব কথা শুনে মোটেও কাঁদতে বসিনি; বরং এগিয়ে গিয়েছি। সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি শুধু শক্তিশালী চরিত্রে অভিনয় করব।’