শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধের গল্প বলছে ‘আজব ছেলে’
বছরের প্রায় সব শুক্রবার নতুন সিনেমা মুক্তি পেয়েছে দেশের প্রেক্ষাগৃহগুলোয়। সে ধারাবাহিকতা বজায় রেখে গতকাল মুক্তি পেয়েছে শিশুতোষ সিনেমা ‘আজব ছেলে’। জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালের ‘আজব ছেলে’ ছোটগল্প অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন মানিক মানবিক। এ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন রিদওয়ান সিদ্দিকী। অন্যান্য চরিত্রে আছেন তৌকীর আহমেদ, সাজু খাদেম, তাহমিনা অথৈ প্রমুখ।
বর্তমানে সিনেমা মুক্তি পেলেও ক্ষুদে দর্শকের কথা ভেবে খুব কম সিনেমা নির্মাণ করা হয়। বছরে হাতেগোনা কয়েকটি সিনেমা মুক্তি পায়। মুহম্মদ জাফর ইকবাল ক্ষুদে পাঠক এবং কিশোরদের কথা ভেবে প্রতি বছর উপন্যাস ও ছোটগল্প লেখেন। ক্ষুদে পাঠকদের কাছে তার লেখা তুমুল জনপ্রিয়। এমনই একটি ছোটগল্প ‘আজব ছেলে’, যা থেকে নির্মিত হয়েছে সদ্য মুক্তিপ্রাপ্ত শিশুতোষ সিনেমাটি। আজব ছেলে সিনেমাটি মুক্তির আগে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সে আয়োজনে উপস্থিত ছিলেন মুহম্মদ জাফর ইকবাল। সিনেমাটি নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি যখন দেশের বাইরে ছিলাম অনেক ছোটগল্প লিখেছিলাম মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে। দুর্বল মানুষ নামে একটা বইতে গল্পগুলো ছাপা হয়েছিল। তার মধ্যে একটা ছোটগল্প ছিল আজব ছেলে। গল্পটা খুব ছোট। খুব বেশি হলে চার-পাঁচ পৃষ্ঠা হবে। এটা নিয়ে একটা সিনেমা হবে তা আমি ভাবিনি। অবশ্যই চাইছি এটা দর্শকনন্দিত হোক। যারা মুক্তিযুদ্ধ দেখেননি, সে সময়ে আমাদের কেমন কষ্ট করতে হয়েছে সেটা দেখা যাবে এ সিনেমায়। আমি যেহেতু গল্পটা লিখেছি, তাই আমি জানি। আমার মনে হয় নির্মাতা ও কলাকুশলীরা গল্পটা তুলে ধরতে পেরেছেন। যেকোনো কারণেই হোক আমাদের দেশে মানুষ হলে গিয়ে সিনেমা কম দেখেন আর শিশুতোষ সিনেমা হলে আরো কম দেখেন। একটা শিশু হলে একা গিয়ে তো সিনেমা দেখতে পারে না। তাই সিনেমা দেখতে হলে শিশুটিকে সঙ্গে করে তার অভিভাবকদের আসতে হয়।’