ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৬
ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছে এক ডজনেরও বেশি মানুষ।
শুক্রবারের এ ভূমিকম্পটির কেন্দ্র ছিল দেশটির দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলীয় সাগরে। ভূপৃষ্ঠের ৭৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ।
স্থানীয় দুর্যোগ কর্মকর্তারা শনিবার জানিয়েছেন, ভূমিধসে দুইজন নিখোঁজ রয়েছে, কর্তৃপক্ষ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
দক্ষিণ কোতাবাতো প্রদেশের সান্তোস শহরের দুর্যোগ মোকাবিলা দপ্তরের প্রধান আগ্রিপিনো দিসেরা রয়টার্সকে জানান, সেখানে তিনজনের মৃত্যুর খবর হয়েছে। কংক্রিটের একটি দেয়াল ধসে এক ব্যক্তি ও তার স্ত্রীর মৃত্যু হয়েছে। আরেক নারী নিহত হয়েছেন একটি শপিং মলে।
ভূমিকম্প কেন্দ্রের নিকটবর্তী সারাঙ্গানি প্রদেশে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে। সেখানে একটি ভূমিধসে আরও দুইজন নিখোঁজ হয়েছেন। উদ্ধারকর্মীরা তাদের খুঁজে বের করতে সন্ধান চালাচ্ছে বলে রযটার্সকে জানিয়েছেন উপকূলীয় গ্লান শহরের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা অ্যাঞ্জেল দুগাদুগা।