You have reached your daily news limit

Please log in to continue


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: কোন দল কোন জোটে, জানা যাবে আজই

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নিতে চাইলে সংশ্লিষ্ট দলগুলোকে আজ শনিবারের মধ্যেই নির্বাচন কমিশনকে (ইসি) জানাতে হবে। এ ছাড়া কার প্রত্যয়নে দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়া হবে, তা জানাতে ইসি নিবন্ধিত ৪৪টি দলকে চিঠি দিয়েছে। দলের সভাপতি বা মহাসচিব বা সমমর্যাদার নেতার কাছে গতকাল শুক্রবার এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। ইসির সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্রমতে, দলীয় প্রার্থী মনোনয়নের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির সইয়ের নমুনা ইসি সচিবালয় ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পাঠাতে হয়।

এটি পাঠানোর জন্য কোনো দিন ঠিক করে দেওয়া হয়নি। তবে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনের আগে দেওয়াই নিয়ম। কারণ, মনোনয়নপত্র বাছাইকালে এই স্বাক্ষরের সঠিকতা যাচাই করে দেখতে হয়।

এদিকে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) জানিয়েছে, তারা এবারও আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেবে। জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন জানান, গতকাল তাঁরা ইসিকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন