ক্রীড়াঙ্গনেও চলছে নৌকার মাঝি হওয়ার দৌড়ঝাঁপ
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৩, ২০:০০
দেশজুড়ে আলোচনায় জাতীয় নির্বাচন। ক্রীড়াঙ্গনেও চলছে নির্বাচনী ব্যস্ততা। সাবেক ক্রীড়াবিদ ও সংগঠকরা সংসদ সদস্য হওয়ার লড়াইয়ে রয়েছেন। অনেক বর্তমান সংসদ সদস্য পদ টিকিয়ে রাখার লড়াই করছেন, আবার অনেকে প্রথমবারের মতো এমপি হওয়ার দৌড়ে রয়েছেন।
দেশের সবচেয়ে জনপ্রিয় দুই খেলা ফুটবল এবং ক্রিকেট। সেই দুই খেলার একাধিক সাবেক খেলোয়াড়ই সংসদ সদস্য হওয়ার লড়াইয়ে রয়েছেন। বাংলাদেশের অভিষেক টেস্টের অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় মানিকগঞ্জ-১ আসন থেকে দুবারের সংসদ সদস্য। এবার এমপি হওয়ার দৌড়ে তার হ্যাটট্রিক মিশন।