You have reached your daily news limit

Please log in to continue


দাপুটে পারফরম্যান্সে আর্জেন্টিনার বড় জয়

একদিনে মুদ্রার দুই পিঠ দেখল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজ (শুক্রবার) সকালে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়ের কাছে হতাশাজনক হার দেখেছেন লিওনেল মেসিরা। তবে তাদের উত্তরসূরীরা বিকেলে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ম্যাচে জয় পেয়েছে। হার দিয়ে এবারের আসর শুরু করলেও পরবর্তী দুই ম্যাচ জিতে শেষ ষোলোয় পা রেখেছে আলবিসেলেস্তে যুবারা। ইউরোপীয় দেশ পোল্যান্ডকে তারা ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে।

ইন্দোনেশিয়ার জাকার্তা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয় দু’দল। গোল না পেলেও ম্যাচজুড়ে সমান পাল্লা দিয়ে লড়েছিল পোল্যান্ড। বল দখল ও শট নেওয়ার দিক থেকেও তারা আর্জেন্টিনার কাছাকাছিই ছিল। আর্জেন্টিনার দখলে বল ছিল ম্যাচের ৫১ শতাংশ জুড়ে। আকাশি-সাদা জার্সিধারীদের ২৫টি শটের ১২টিই ছিল গোলের লক্ষ্যে। বিপরীতে ২০ শটের কেবল ৬টি লক্ষ্যে রাখতে পারে পোলিশরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন