যে ১০টি পাসওয়ার্ড কখনোই ব্যবহার করবেন না
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৩, ১৩:১১
যেকোনো ডিভাইস, অ্যাপ্লিকেশন বা অ্যাকাউন্টের জন্য শক্তিশালী পাসওয়ার্ড নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। কারণ দুর্বল পাসওয়ার্ড মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে পারে হ্যাকাররা। ২০২৩ সালে সবচেয়ে বেশি ব্যবহৃত ও প্রচলিত পাসওয়ার্ড ‘১২৩৪৫৬’। এ ধরনের অনুমানযোগ্য ১০টি পাসওয়ার্ডের তালিকা প্রকাশ করেছে পাসওয়ার্ড ম্যানেজমেন্ট সলিউশন কোম্পানি নর্ডপাস।
ব্যবহারকারী যে স্থানে বসবাস করে সেই জায়গার নাম পাসওয়ার্ডে ব্যবহার করার প্রবণতা দেখা দিয়েছে। যেমন ভারতে ‘India@ 123’ এবং সংযুক্ত আরব-আমিরাতে ‘Dubai@ 2020’ বহুল ব্যবহৃত পাসওয়ার্ড।
- ট্যাগ:
- প্রযুক্তি
- শক্তিশালী পাসওয়ার্ড