কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভারত থেকে চুরি যাওয়া মূর্তি ফিরিয়ে আনা হচ্ছে লন্ডন থেকে

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৩, ১২:০১

১৯৭০-৮০-এর দশকে ভারত থেকে চুরি যাওয়া দুটি অনন্য মূর্তি লন্ডনে পাওয়া গেছে। সেখান থেকে মূর্তিগুলো ফিরিয়ে আনা হচ্ছে। এই দুটি মূর্তির মধ্যে রয়েছে যোগিনী চামুন্ডা ও যোগিনী গোমুখী মূর্তি। ইন্ডিয়া প্রাইড প্রজেক্ট নামে একটি সংস্থা ভারতীয় নিদর্শন ও ভাস্কর্য খুঁজে বের করে ফিরিয়ে আনার কাজ করছে।


দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও লন্ডনে এই মূর্তিগুলো ফিরিয়ে আনার জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।


ভারতের একটি মন্দির থেকে চুরি হওয়া যোগিনী চামুন্ডা এবং যোগিনী গোমুখীর মূর্তিগুলো ইন্ডিয়া প্রাইড প্রজেক্ট এবং আর্ট রিকভারি ইন্টারন্যাশনালের সহযোগিতায় লন্ডনে ভারতীয় হাইকমিশন উদ্ধার করেছে। এস জয়শঙ্কর ব্রিটেনে তার পাঁচদিনের সফরের শেষ দিনে ইন্ডিয়া হাউসে মূর্তিগুলো উন্মোচন করেছিলেন এবং বলেছিলেন যে, তিনি তাদের দেশে ফিরে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও