গাজায় জিম্মি নারীর মরদেহ উদ্ধারের দাবি ইসরায়েলের, টানেলের সংযোগস্থলের সন্ধান
সমকাল
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৩, ১২:০০
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গাজায় হামাস যোদ্ধাদের হাতে জিম্মি এক নারীর মরদেহ তারা উদ্ধার করেছে। ইয়েহুডিত ওয়েইস নামে ওই নারীর বয়স ৬৫ বছর। তার মরদেহ আল শিফা হাসপাতাল সংলগ্ন একটি ঘরে ছিল। সেখান থেকে মরদেহ উদ্ধার করেছে তারা। খবর-বিবিসি
গত ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার সময় তাকে অপহরণ করে সেখানে নেওয়া হয়েছিল বলে জানায় ইসরায়েল। তিনি ব্রেস্ট ক্যান্সারের জন্য চিকিৎসা নিচ্ছিলেন। তার স্বামীকে ওই সময় গুলি করে হত্যা করা হয়েছিল। মোট ২৪০ জনকে হামাস জিম্মি করেছে বলে জানিয়েছিল ইসরায়েল।