![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/tek-20231117090227.jpg)
টেকনাফে দেওয়ালচাপায় একই পরিবারের ৪ জনের মৃত্যু
কক্সবাজারের টেকনাফে নির্মাণাধীন বাড়ির মাটির দেওয়ালচাপায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারের মরিচ্যাঘোনায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই এলাকার ফকির আহমদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), তার ছেলে সাইদুল মোস্তফা (২০) ও মেয়ে নিলুফার বেগম (১৮) ও সাদিয়া বেগম (১১)।
হ্নীলা ইউনিয়ন চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, দেওয়ালচাপায় চারজনের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। বৈরী আবহাওয়ায় বের হওয়া যাচ্ছে না। সেখানে পৌঁছে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। দুর্ঘটনাস্থলে যাওয়ার রাস্তা কাঁদায় ভরে আছে।