সংলাপের সম্ভাবনা ক্ষীণ, গভীর সংকটে রাজনীতি

ডেইলি স্টার প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৩, ০৯:৪৬

নির্বাচন নিয়ে সংলাপের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে আওয়ামী লীগ। অপরদিকে বিএনপিসহ অন্যান্য বিরোধী দলগুলো সরকার পতনের আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যেতে অবরোধ-হরতাল কর্মসূচি ঘোষণা করছে।


এ অবস্থায় দেশের রাজনৈতিক সংকট আরও গভীর হয়ে উঠছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


গত বুধবার জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপরই আবারও সংলাপের কথা নাকচ করে দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সংলাপের সময় শেষ হয়ে গেছে।


তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অন্যদিকে বিরোধী দলগুলো তফসিল প্রত্যাখ্যান করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে হরতাল ডেকেছে।


বিশ্লেষকরা বলছেন, প্রধান দলগুলো যদি তাদের অবস্থানে অনড় থাকে, তাহলে অস্থিতিশীলতা ও সংঘর্ষ আরও বাড়বে। এতে সংকটে জর্জরিত দেশের অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও