গাজার আল-শিফা হাসপাতালে ‘মৃত্যুর সঙ্গে লড়ছে’ ৭ হাজার মানুষ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের বৃহত্তম চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতাল অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। এতে করে হাসপাতালটিতে অবস্থানরত বাস্তুচ্যুত মানুষ, রোগী, চিকিৎসা কর্মীসহ ৭ হাজারেরও বেশি মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
এছাড়া হাসপাতালটিতে খাবার ও পানির ব্যাপক সংকট দেখা দিয়েছে। গাজার সরকারের বরাত দিয়ে শুক্রবার (১৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক অবরোধের কারণে আল-শিফা হাসপাতালে অবস্থানরত ৭ হাজারেরও বেশি বাস্তুচ্যুত মানুষ, রোগী এবং চিকিৎসা কর্মী ‘পানি ও খাবারের অভাবে মৃত্যুর সাথে লড়াই করছে’ বলে বৃহস্পতিবার জানিয়েছে গাজা সরকারের মিডিয়া অফিস।