You have reached your daily news limit

Please log in to continue


অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে সব পক্ষকে একযোগে কাজ করার আহ্বান যুক্তরাষ্ট্রের

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের যেকোনো কূটনীতিবিদের ওপর যেকোনো ধরনের সহিংসতার হুমকি অগ্রহণযোগ্য। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই আহ্বান জানান পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

ম্যাথিউ মিলারকে প্রশ্ন করা হয়, বাংলাদেশ সরকার বিরোধী দলগুলোর প্রতিবাদ উপেক্ষা করে ৭ জানুয়ারি পরবর্তী সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্র যেহেতু নির্বাচনের বিষয়ে রাজনৈতিক ঐকমত্যের জন্য আহ্বান জানিয়েছে এবং সব রাজনৈতিক দল এই তফসিল প্রত্যাখ্যান করেছে তাহলে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠান এবং সরকারকে জবাবদিহি করতে আপনাদের অবস্থান কী?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন