মাদরাসায় ডাকাতি করেছে জানার পর মালামাল রেখে গেছে ডাকাতরা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ‘আশা’ নামে একটি এনজিও প্রতিষ্ঠানসহ পাশের আরও দুই ফ্ল্যাটে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ৩টার দিকে আড়াইহাজার মডেল এলাকায় জয়নাল আবেদীনের ভবনে এ ঘটনা ঘটে। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আশা এনজিও’র স্থানীয় শাখার ম্যানেজার শফিকুল কবির জানান, রাত আনুমানিক ৩টার দিকে একদল মুখোশ পরিহিত ডাকাত দল প্রথমে দরজা ভেঙে অফিসের ভেতরে প্রবেশ করে। পরে তারা ভেতরে থাকা কর্মকর্তাদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। একপর্যায়ে তারা ১ লাখ ৪৩ হাজার ১৫৩ টাকা লুটে নেয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ডাকাতি
- ডাকাতির চেষ্টা