নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখেন কয়টা সিট পান, সরকারকে মাদানী
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৩, ১৮:০৬
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, জাতির স্বার্থে, নির্দলীয় নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন করে দেখেন, কয়টা সিট পান। আমরা তখন মেনে নেব। আপনি উন্নয়নই যদি করেন, নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন দিতে এতই ভয় পান কেন? কারণ সমস্ত গোয়েন্দা সংস্থার রিপোর্ট আগামী নির্বাচনের ৩০টির বেশি সিট আপনি পাবেন না।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে বায়তুল মোকাররম উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে দলীয় সরকারের অধীনে ঘোষিত এক তরফা তফসিল বাতিলের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।