![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252Fc3df8a43-7bd7-4191-9c40-e682fb915391%252Fchandpur.png%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D300)
হাজীগঞ্জে ভোরে দুর্বৃত্তের আগুনে পুড়ল ট্রাক
চাঁদপুরের হাজীগঞ্জে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের টোরাগড় এলাকায় চাঁদপুর পল্লী বিদ্যুৎ-১–এর সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, গতকাল বুধবার রাত সাড়ে ৩টার দিকে মুখোশধারী ১০ থেকে ১২ জন যুবক ট্রাকটিতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়।
ট্রাকের চালক মো. শাহিন বলেন, ‘গভীর রাতে হঠাৎ করে চলন্ত ট্রাকে পেট্রোলবোমার বোতল ছুড়ে মারে কেউ। আমি ও হেলপার লাফিয়ে নিচে নেমে প্রাণে বাঁচি। এলাকাবাসী এগিয়ে এসে ফায়ার সার্ভিস ও পুলিশকে ফোন করে।’