![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-11%2Fa3596954-e814-4dec-8503-21b1043cdfe7%2Fsos_apple_151123_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=700)
বিনামূল্যের জরুরি স্যাটেলাইট সেবা আরও এক বছর মিলবে আইফোনে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৩, ১৫:৩৯
আইফোন ১৪ ও ১৫ ব্যবহারকারীদেরকে আরও এক বছর বিনামূল্যে জরুরী স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা চালানোর সুযোগ দেবে অ্যাপল।
অ্যাপলের এই ঘোষণার মাধ্যমে আইফোনের সাম্প্রতিক মডেল নিয়ে থাকা অন্যতম বড় প্রশ্নের জবাব মিলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট।
গত বছর আইফোন ১৪’তে এই ‘ইমার্জেন্সি এসওএস’ ফিচার চালু করেছিল অ্যাপল। ফোনে জিএসএম বা ওয়াইফাই সংযোগ না থাকলেও এর মাধ্যমে ব্যবহারকারী স্যাটেলাইট সংযোগ ব্যবহার করে বিভিন্ন জায়গায় কল করার সুবিধা পেয়ে থাকেন।
ফিচারটি চালু করার সময় অ্যাপল বলেছিল, এটি কেবল এক বছরের জন্য বিনামূল্যে ব্যবহার করা যাবে। তবে পরবর্তীতে কী হবে, সে বিষয়ে তখন কোনো তথ্য দেয়নি মার্কিন এই টেক জায়ান্ট। এর ফলে, গ্রাহদের মধ্যে ভীতি বাড়তে থাকে যে, ফিচারটির জন্য আর্থিক ফি না দিলে তারা বিপজ্জনক পরিস্থিতিতে ফেঁসে যেতে পারেন।