You have reached your daily news limit

Please log in to continue


ইডেনে চলবে স্নায়ুর লড়াই

এই তো গেল মাসের ঘটনা। রাগবি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। দেশে ফিরে বিশাল সংবর্ধনা মেলে তাদের। প্যারিসের সেই ফাইনালের আগে স্প্রিংবোক (রাগবি দলকে এ নামেই ডাকা হয় দক্ষিণ আফ্রিকায়) অধিনায়ক সিয়া কোলসি নাকি লকার রুমে দারুণ এক উজ্জীবনী বক্তব্য রেখেছিলেন। যার অর্থ অনেকটা এমন– ‘আমাদের দেশে অনেক সমস্যা রয়েছে, অনেক ভুল রয়েছে। আমাদের এ দলেই আমরা অনেকে অনেক জায়গা থেকে, অনেক সমাজ থেকে এসেছি। আমরা অতীতে দেখিয়েছি, সবাই মিলে কাঁধে কাঁধ লাগিয়ে চেষ্টা করলে দেশের মানুষের মুখে হাসি ফোটানা সম্ভব। আমি সেই জার্সি পরে আছি, যা পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে, গর্বিত করবে।’ 

তা রাগবি অধিনায়কের মতো তাদের ক্রিকেট অধিনায়ক বাভুমাও কাল সংবাদ সম্মেলনে এসেছিলেন। কিন্তু কলকাতার খবর নিয়ে জানা যায়, টেন্ডা বাভুমার উপস্থিতি খুব একটা ভালোভাবে নেয়নি উপস্থিত মিডিয়া। তিনি নাকি এসেই বলেছেন, তিনি শারীরিকভাবে ঠিক আছেন, তবে শতভাগ ফিট তিনি নন। তবে তাঁর দল সেমিফাইনালের জন্য প্রস্তুত। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন