You have reached your daily news limit

Please log in to continue


শঙ্কা কাটছে না পোশাক খাতে, রপ্তানিতে ভাটা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতির মাঠে টান টান উত্তেজনা। তফসিল ঘোষণার মধ্যে দিয়ে চূড়ান্ত হয়েছে নির্বাচনের দিনক্ষণ। বিরোধীদলগুলো রয়েছে লাগাতার হরতাল-অবরোধের মতো কর্মসূচিতে। এ অস্থিরতার মধ্যে উত্তাল ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন, যা রূপ নিয়েছে সহিংসতায়। পোশাক রপ্তানি কমার পাশাপাশি ভাটা দেখা দিয়েছে মোট রপ্তানি আয়েও। বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন পোশাক কারখানার মালিকরা।

বিশ্ব মন্দার কারণে বেশ কিছুদিন ধরেই সংকটের মধ্যে দেশের রপ্তানি আয়ের প্রধান খাত পোশাক শিল্প। রপ্তানি আয় ধরে রাখাও এখন চ্যালেঞ্জ খাতটির জন্য। এ অবস্থায় আমদানি-রপ্তানি বাণিজ্যের ধস ঠেকাতে রাজনৈতিক দলগুলোকে সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। বিশেষ করে রপ্তানিমুখী শিল্পকে আন্দোলনের বাইরে রাখার কথা বলছেন তারা। পাশাপাশি হরতাল, অবরোধ ও সহিংস কোনো কর্মসূচির বিরোধিতা করছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন