গাজার প্রধান হাসপাতালে নিবিড় তল্লাশিতে ইসরায়েলি সেনারা
ইসরায়েল জানিয়েছে, তাদের সেনারা ফিলিস্তিনি ছিটমহল গাজার বৃহত্তম হাসপাতালের ভেতরে ও আশপাশে নিবিড় তল্লাশি চালাচ্ছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এই হাসপাতালের ভবনগুলোর নিচে ভূগর্ভস্থ টানেলে অস্ত্র গুদামজাত করে রেখেছে ও তারা সেখানে একটি কমান্ড সেন্টার পরিচালনা করছে বলে অভিযোগ ইসরায়েলি সামরিক বাহিনীর।
বুধবার দুপুর রাতে ইসরায়েলি সেনারা জোরপূর্বক গাজার আল-শিফা হাসপাতালে প্রবেশ করে। তারপর থেকে দিনভর সেখানে ব্যাপক তল্লাশি চালায় তারা।
ইসরায়েলি সেনাবাহিনী এক ভিডিওতে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র, গ্রেনেড, গোলাবারুদ ও বুলেট প্রুফ জ্যাকেট দেখিয়ে হাসপাতাল কমপ্লেক্সের একটি ভবন থেকে এগুলো উদ্ধার করার দাবি করেছে, জানিয়েছে রয়টার্স।