অবরোধে ‘প্রায় ফাঁকা’ নিউমার্কেট, চিন্তিত ব্যবসায়ীরা
বিএনপি-জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা পঞ্চম ধাপের অবরোধ চলছে। সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর টানা অবরোধের প্রভাব পড়েছে যোগাযোগব্যবস্থাসহ ব্যবসা-বাণিজ্যে। মানুষের চলাচল কমে যাওয়ায় রাজধানীর বিপণীবিতানগুলোতেও বিক্রি কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বুধবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর নিউমার্কেট, সায়েন্সল্যাব, নীলক্ষেত এলাকার প্রায় ১৯টির মতো মার্কেটে ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
এদিন সরেজমিনে নিউমার্কেট এলাকায় দেখা যায়, রাস্তায় যানবাহনের পরিমাণ কম। সপ্তাহের প্রায় প্রতিটি দিন যেখানে এই এলাকায় যানজট লেগেই থাকে সেখানে এদিন রাস্তা ছিল অনেকটাই ফাঁকা। ব্যবসায়ীরা বলছেন, টানা অবরোধের ফলে মার্কেটে ক্রেতা সমাগম কমেছে। বিক্রির পরিমাণও কম। এভাবে অবরোধ চলতে থাকলে দীর্ঘমেয়াদে তাদের ব্যবসা ঝুঁকির মধ্যে পড়বে।