![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-11%252F97e3dda0-f819-4cde-9b3b-b2aa83021cf5%252FNil_Joler_Kabbo.jpg%3Frect%3D0%252C0%252C720%252C405%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D900)
আজ থেকে ‘নীল জলের কাব্য’
প্রথম আলো
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৩, ১০:০৪
দুই বছর আগে শুটিং হলেও এত দিন প্রচার হয়নি ‘নীল জলের কাব্য’। এক নারীর সমুদ্র দেখার গল্প নিয়ে তৈরি হয়েছে এই ওয়েব ফিল্ম। অবশেষে সেটি মুক্তি পাচ্ছে। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে আজ বৃহস্পতিবার দুপুর থেকে দেখা যাবে সিনেমাটি। এতে জুটি হয়েছেন আফরান নিশো ও মেহজাবীন। এদিকে মুক্তির আগে গতকাল বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেহজাবীন বলেন, এত দিন পর কাজটি সবার সামনে আসছে, আপাতত এতেই তিনি খুশি।
নীল জলের কাব্য’ পরিচালনা করেছেন শিহাব শাহীন। তিনি বলেন, ‘করোনার কারণে তিনবার শুটিং বন্ধ করতে হয়। শেষ পর্যন্ত কাজটা শেষ করে যে দর্শকের সামনে উপস্থিত করতে পারছি, এ জন্য মেহজাবীনকে কৃতিত্ব দেব। কারণ এই প্রজেক্ট যেন হয়, তার পেছনে যদি একজন শেষ পর্যন্ত লেগে থাকে, সে মেহজাবীন। আমরা ভাগ্যবান যে আমাদের দীর্ঘদিনের প্রজেক্টটি মুক্তি পেতে যাচ্ছে।’
- ট্যাগ:
- বিনোদন
- তারকার জীবন
- নাটক
- তারকার জীবন
- ওটিটি