বিএনপির মতে সংলাপের দায়িত্ব সরকারের, আওয়ামী লীগ বলেছে সময় নেই
নির্বাচনের তফসিল ঘোষণার সময় সংলাপের পরামর্শ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তাঁর বক্তব্য হচ্ছে, ‘পারস্পরিক প্রতিহিংসা, অবিশ্বাস ও অনাস্থা পরিহার করে সংলাপের মাধ্যমে সমঝোতা ও সমাধান অসাধ্য নয়।’ বিভিন্ন রাজনৈতিক দলও সংলাপে আগ্রহী। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ সংলাপের বিষয়ে আগ্রহী নয়। দলটি বলছে, তফসিল ঘোষণার পর সংলাপ করার মতো আসলে সময় নেই।
বিএনপিসহ সরকারবিরোধী দলগুলোর অবরোধ কর্মসূচির মধ্যে গতকাল বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। বিরোধী দলগুলো নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন করছে।
এমন পটভূমিতে তফসিল ঘোষণার সময় সিইসি নির্বাচনে সব দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতাকে স্বাগত জানাবেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমি নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব রাজনৈতিক দলকে বিনীতভাবে অনুরোধ করব, সংঘাত ও সহিংসতা পরিহার করে সদয় হয়ে সমাধান অন্বেষণ করতে।’