You have reached your daily news limit

Please log in to continue


কঠোর নিরাপত্তায় ইসি ভবন, সরানো হলো সাধারণ মানুষও

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। আউয়াল কমিশনের ২৬তম বৈঠকের পরই ঘোষণা করা হয় তফসিল। আর ঠিক নির্বাচন ভবনের সামনে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত নিরাপত্তা বলয়। তবে সন্ধ্যা ৭ বাজার ঠিক আগ মুহূর্তে বেঁজে উঠে পুলিশের সম্মিলিত হুইসেল। হুইসেল বাজিয়ে নির্বাচন ভবনের সামনে ও আশপাশের সাধারণ মানুষদের সরিয়ে দেয় পুলিশ।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার ঠিক আগে আগারগাঁও নির্বাচন ভবনের সামনে হঠাৎ করেই আরও নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। সে সময় নির্বাচন ভবনের সামনে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাংবাদিক ছাড়া আর কারও উপস্থিতি ছিল না।

কমিশন বৈঠক শেষে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন