‘জয় বাংলা’ স্লোগান দিয়ে রামদা হাতে মহড়া, ফেসবুকে লাইভ করলেন নিজেরাই
১৫-২০ জনের একটি দল রামদা হাতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’এবং বিএনপিবিরোধী স্লোগান দিচ্ছেন। কখনো ‘ধর ধর’ বলে অস্ত্র হাতে দৌড়াচ্ছেন, আবার কখনো একসঙ্গে সবাই অস্ত্র উঁচিয়ে ধরে তা মুঠোফোনে ভিডিও করছেন। গত সোমবার রাতে ফেসবুকে ‘ফরিদা ইয়াসমিন নূপুর’ নামের একটি আইডি থেকে সরাসরি প্রচার করা চারটি ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ফরিদা ইয়াসমিন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি এবং ওই ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য। ভিডিওগুলোতে ওই নারী ইউপি সদস্যকেও রামদা হাতে দেখা গেছে। আজ বিকেল চারটার দিকে এই প্রতিবেদন লেখার সময়ও ভিডিওগুলো তাঁর ফেসবুক আইডির ওয়ালে ছিল।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস, ১ সপ্তাহ আগে