কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গুগল প্লে স্টোর থেকে এ বছর ক্ষতিকর অ্যাপ নামানো হয়েছে ৬০ কোটি বার

প্রথম আলো প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৩, ১৬:৩৬

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা যাতে নিরাপদে অ্যাপ ব্যবহার করতে পারেন, সে জন্য গুগল প্লে স্টোরে প্রদর্শনের আগেই অ্যাপটি ক্ষতিকর কি না, তা যাচাই করে থাকে গুগল। কিন্তু গুগলের নিরাপত্তাব্যবস্থার চোখ এড়িয়ে বিভিন্ন ক্ষতিকর অ্যাপ জায়গা করে নিয়েছে গুগল প্লে স্টোরে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি এক প্রতিবেদনে জানিয়েছে, এ বছর গুগল প্লে স্টোরে থাকা বিভিন্ন ক্ষতিকর অ্যাপ ৬০ কোটি বার নামানো হয়েছে। ফলে কোটি কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।


ক্ষতিকর অ্যাপ শনাক্ত করার জন্য গুগলের প্লে স্টোরে অ্যাপ স্ক্যান করা হয়। তবে ক্যাসপারস্কির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গুগল প্লে স্টোর যখন স্ক্যান করে তখন অ্যাপে ক্ষতিকর ফাইল বা কোড যুক্ত থাকে না। পরবর্তী সময়ে অ্যাপের হালনাগাদ করার সময় ক্ষতিকর ফাইল বা কোড যুক্ত করেন নির্মাতারা। এর ফলে ক্ষতিকর অ্যাপগুলো সহজেই ব্যবহারকারীদের যন্ত্র থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও