![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-11%252Fa814bfcf-8ccd-4d59-a88d-37aee05a5857%252FIMG_2617.jpg%3Frect%3D1%252C0%252C3870%252C2177%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D900)
মুলা দিয়ে মুরগি রেঁধেছেন?
প্রথম আলো
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৩, ১৬:৩২
দেশি মুরগির ঝোলে মুলা
উপকরণ: দেশি মুরগি ১টা, মুলা ৩টা, হলুদগুঁড়া ১ চা-চামচ, মরিচগুঁড়া দেড় চা-চামচ, জিরাগুঁড়া ১ চা-চামচ, ধনেগুঁড়া আধা চা-চামচ, জায়ফলগুঁড়া আধা চা-চামচ, জয়ত্রীগুঁড়া আধা চা-চামচ, মেথিগুঁড়া আধা চা-চামচ, গরমমসলা গুঁড়া আধা চা-চামচ, টমেটোকুচি ১টি, আস্ত গরমমসলা ৩-৪টি করে, লবণ পরিমাণমতো, পেঁয়াজবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ১ চা-চামচ, আদাবাটা দেড় চা-চামচ, কাঁচা মরিচ ৪-৫টি, তেল দেড় টেবিল চামচ, ধনেপাতাকুচি ১ টেবিল চামচ।
- ট্যাগ:
- লাইফ
- রেসিপি
- মুলার রেসিপি