সংশোধিত শ্রম আইন শ্রমিকবান্ধব নয়
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সফররত প্রতিনিধি দলের কাছে বাংলাদেশের শ্রমিক নেতাদের একটি অংশ অভিযোগ করেছেন যে সংশোধিত শ্রম আইন শ্রমিকবান্ধব নয়।
তারা আরও বলেন, গত ২ নভেম্বর সংসদে পাস হওয়া বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল ২০২৩ তাদের সঙ্গে যথাযথ পরামর্শ করে চূড়ান্ত করা হয়নি।
যেমন, নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে কারখানাগুলোয় ট্রেড ইউনিয়ন গঠনের জন্য প্রয়োজনীয় সম্মতির সীমা নেতারা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিলেন। সংশোধিত শ্রম আইনে এই বিধান রাখা হয়েছে।
ফলে কোনো কারখানায় শ্রমিকের সংখ্যা তিন হাজারের কম হলে ট্রেড ইউনিয়ন গঠনে ২০ শতাংশ শ্রমিকের সম্মতি লাগবে। যেসব কারখানায় তিন হাজারের বেশি শ্রমিক কাজ করেন সেখানে এর সীমা ১৫ শতাংশ।
ইউনিয়ন নেতারা আরও অভিযোগ করেছেন যে সংশোধিত আইনে পরিষেবা সুবিধাটি ভালোভাবে সুরক্ষিত নয়। যদি কোনো শ্রমিক টানা এক বছর তার কাজ চালিয়ে যেতে না পারেন তবে সুবিধা হারানোর সম্ভাবনা আছে।