২ বিচারপতিকে নিয়ে কটূক্তির অভিযোগে বিএনপিপন্থি ৭ আইনজীবীকে তলব
সুপ্রিম কোর্টের দুই বিচারপতিকে নিয়ে 'অবমাননাকর' মন্তব্য করার অভিযোগে বিএনপিপন্থি সাত আইনজীবীকে আগামী ১৫ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ আজ বুধবার আদালত অবমাননার আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, আগামী ১৫ জানুয়ারি বিএনপিপন্থি সাত আইনজীবীকে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে ভূমিকা ব্যাখ্যা করতেও নোটিশ দেওয়া হয়।
ওই সাত আইনজীবী হলেন—মো. কায়সার কামাল, আবদুল জামিল মোহাম্মদ আলী, ফাহিমা নাসরিন, মো. আবদুল জব্বার ভূঁইয়া, মো. রুহুল কুদ্দুস কাজল, মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও গাজী কামরুল ইসলাম সজল।
গত ২৯ আগস্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুই বিচারপতিকে নিয়ে মন্তব্য করায় ওই সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা ও শাস্তির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী নাজমুল হুদা তার আইনজীবী নাহিদ সুলতানা যুথির মাধ্যমে সুপ্রিম কোর্টে রিটটি দাখিল করেন।