কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যুক্তরাষ্ট্রের সংলাপের আহ্বানকে সন্দেহ আওয়ামী লীগের

প্রথম আলো প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৩, ০৮:২১

যুক্তরাষ্ট্রের শর্তহীন সংলাপের আহ্বানকে সন্দেহের চোখে দেখছে সরকার ও আওয়ামী লীগ। নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগমুহূর্তে সংলাপের ব্যাপারে যুক্তরাষ্ট্রের চিঠির পেছনে কোনো উদ্দেশ্য আছে কি না, সেই প্রশ্নও রয়েছে ক্ষমতাসীন দলের অনেকের।


সংলাপের আহ্বান–সম্পর্কিত যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর চিঠি গত সোমবার ঢাকায় বিএনপি ও জাতীয় পার্টির কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এই চিঠিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য শর্তহীন সংলাপে বসার আহ্বান জানানো হয়েছে।


তবে আওয়ামী লীগের পক্ষ থেকে গতকালও চিঠি না পাওয়ার কথা বলা হয়েছে। চিঠি দেওয়ার জন্য ঢাকায় মার্কিন দূতাবাস কোনো যোগাযোগ করেছে কি না, যুক্তরাষ্ট্রের চিঠি আওয়ামী লীগ গ্রহণ করবে কি না—এসব প্রশ্নে সরকারের একজন মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে সরাসরি কোনো উত্তর পাওয়া যায়নি। তিনি বলেন, তিনি কিছু বলতে পারবেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও