বিক্রয়কর্মী থেকে বিলিয়ন ডলারের কোম্পানির মালিক

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৩, ১৯:৪২

স্বাধীনতার প্রায় এক দশক পরের কথা। বাংলাদেশের অর্থনীতি তখনও ধুঁকছে। ঘুরে দাঁড়াতে মরিয়া কৃষিনির্ভর অর্থনীতি। শিল্পে তখনও সেভাবে বিনিয়োগ শুরু হয়নি। এরই মধ্যে সম্ভাব্যতা যাচাই করে বিনিয়োগের সাহস দেখান একজন বিদেশি। এরপর কেটে গেছে আরও চার দশক। বিশাল জনগোষ্ঠী, ভৌগোলিক অবস্থান, উর্বর মাটি ও সঠিক নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। আর বাংলাদেশের এ উন্নয়ন যাত্রায় সঙ্গী দক্ষিণ কোরিয়ান নাগরিক কিহাক সাং। বিক্রয়কর্মী থেকে যার গড়া কোম্পানি ছুঁয়েছে বিলিয়ন ডলারের মাইলফলক।


কিহাক সাং মানেই সংগ্রাম আর সফলতার গল্প। নিজের প্রতিষ্ঠান ইয়াংওয়ানের মাধ্যমে বাংলাদেশে প্রায় ৬শ মিলিয়ন ডলার বিনিয়োগ করেন কিহাক সাং। শুরু থেকেই কারখানায় উন্নত প্রযুক্তি সংযোজনের পাশাপাশি উচ্চমূল্যের পোশাক তৈরিতে মনোযোগ দেন তিনি। এতে ইয়াংওয়ানের রপ্তানি বাড়তে থাকে ধারাবাহিকভাবে। ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ থেকে এ প্রতিষ্ঠানটি রপ্তানি করেছে এক বিলিয়ন ডলার সমমূল্যের পোশাক। এ কোরিয়ান প্রতিষ্ঠানটি বর্তমানে বাংলাদেশের শীর্ষ পোশাক রপ্তানিকারক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও