আমদানি-রপ্তানিতে মন্দা: খালি কনটেইনারের স্তূপ বড় হচ্ছে আইসিডিতে

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৩, ১৬:০৬

ডলার-সংকটে কমছে আমদানি, ধাক্কা লাগতে শুরু করেছে রপ্তানিতেও। বিলাসী পণ্যে খরচ কমাতে আমদানি নিয়ন্ত্রণ করা হলেও শিল্পের কাঁচামাল, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে এর চাপ পড়েছে। ডলারের দুর্মূল্যের কারণে এখন অত্যাবশ্যক পণ্য আমদানির ঋণপত্র খুলতেও হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। আমদানি-রপ্তানি কমে যাওয়ায় ইনল্যান্ড কনটেইনার ডিপোগুলোয় (আইসিডি) বাড়ছে খালি কনটেইনারের স্তূপ। 


দেশে চট্টগ্রামকেন্দ্রিক বেসরকারি আইসিডি রয়েছে ১৯টি। এসব আইসিডি মোট রপ্তানি পণ্যের ৯৭ শতাংশ এবং আংশিকভাবে ৩৮টি আমদানি পণ্যের ২৩ শতাংশ নিয়ন্ত্রণ করে থাকে। আইসিডিগুলোর মালিক সংগঠনের দেওয়া তথ্য থেকে জানা যায়, প্রতিটি আইসিডিতেই বিদেশগামী রপ্তানি পণ্যের কনটেইনারের স্তূপ জমছে। বেসরকারি ১৯টি আইসিডিতে এক মাসের ব্যবধানে খালি কনটেইনারের সংখ্যা বেড়েছে প্রায় ৭ হাজারটি। আগস্টে খালি কনটেইনার জমা ছিল ৪৫ হাজার ৭৮৮টি। আর সেপ্টেম্বরে এসে খালি কনটেইনার জমা পড়েছে ৫২ হাজার ৭২১টি। অর্থাৎ, এক মাসের ব্যবধানে খালি কনটেইনার যোগ হয়েছে ৬ হাজার ৯৩৩টি। প্রতি মাসেই এ সংখ্যা বাড়ছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও