কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিশ্বকাপের সেরা একাদশ; অধিনায়ক কোহলি, নেই বাংলাদেশের কেউ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৩, ১৬:০১

বিশ্বকাপের বাকি আর ৩ ম্যাচ। লিগ পর্বের বিশাল ক্রিকেটযজ্ঞ শেষে এখন বাকি আর তিন ম্যাচ। দুই সেমিফাইনাল আর ফাইনালের মহারণ শেষে নির্ধারিত হবে ক্রিকেট বিশ্বের নতুন রাজাদের নাম। আগের আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড এরইমাঝে ছিটকে গিয়েছে, তাই নতুন এক চ্যাম্পিয়ন দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব, সেটা পুরোপুরি নিশ্চিত। আর সেমিফাইনালের আগেই বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট। 


দেশটির অফিসিয়াল এই বিশ্বকাপ একাদশে অধিনায়ক করা হয়েছে ভারতের বিরাট কোহলিকে। একাদশে ভারতের সর্বোচ্চ ৪ জন জায়গা পেয়েছেন। দক্ষিণ আফিকা এবং অস্ট্রেলিয়ার আছে ৩ জন করে। বাকি একজন নিউজিল্যান্ডের। ক্রিকেট অস্ট্রেলিয়ার এই একাদশে ১২তম খেলোয়াড় শ্রীলঙ্কার। নেই কোন বাংলাদেশি। 


দলের ওপেনার হিসেবে আছেন কুইন্টন ডি কক এবং ডেভিড ওয়ার্নার। দুজনেই আছেন বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকার সেরা পাঁচে। ৯ ম্যাচে ডি ককের রান ৫৯১। গড় ৬৫ এর বেশি। আর ওয়ার্নারের ব্যাট থেকে ৫৫ গড়ে এসেছে ৪৯৯ রান। রোহিত শর্মার জায়গা তাই হয়নি এই দলে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও