কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিএনপি অফিসের সামনে থেকে একটু দূরে সরে দাঁড়িয়েছে পুলিশ

প্রথম আলো বিএনপির কেন্দ্রীয় কার্যালয় প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৩, ১৫:৪১

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থাকা পুলিশ সদস্যরা একটু দূরে সরে গেছেন। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে সেখানে থাকা পুলিশ সদস্যরা সরে যান।


গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষের পর থেকেই সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছিলেন। ২৮ অক্টোবর রাতে বিএনপির সংবাদ সম্মেলনের পর কার্যালয়ে তালা দেওয়া হয়। নেতা-কর্মীরাও কেউ কার্যালয়ে আর আসছেন না।


আজ বিএনপির অফিসের এই তালা নিয়ে এক প্রশ্নের জবাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান বলেন,  ‘বিএনপি কার্যালয়ে তারা নিজেরা তালা মেরে রেখেছে। এবং তারা তাদের কার্যালয়ে আসে না। কেন আসে না, তারাই ভালো বলতে পারবে। আমাদের পুলিশ সেখানে সব সময় থাকে। নিরাপত্তার জন্য ১২ মাস থাকে। এখনো আছে। তারা যদি অফিস খুলে (বিএনপি কার্যালয়) কোনো কার্যক্রম করে, তাতে কোনো আপত্তি নেই, কখনো ছিলও না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও