বাংলাদেশের নির্বাচন ও ভূ-রাজনীতির প্রভাব

জাগো নিউজ ২৪ মোনায়েম সরকার প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৩, ১৪:১৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। নির্দিষ্ট সময়ে ও সাংবিধানিক নিয়মে নির্বাচন অনুষ্ঠানের কোনো বিকল্প নির্বাচন কমিশনের সামনে নেই। তাই নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের অভাব থাকলেও নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে নির্বাচন কমিশনকে। বিএনপি এবং আরও কোনো দল যদি শেষ পর্যন্ত নির্বাচনে না-ও আসে তবু নির্বাচন হবে।


বিএনপির মতো একটি বড় দল নির্বাচনে না এলে সেই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় না, সেটা ঠিক। কিন্তু নির্বাচনে আসা না-আসা তো বিএনপির রাজনৈতিক সিদ্ধান্ত, সেটা বদলানোর ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। তবে ভালো হতো যদি বিএনপিসহ নির্বাচন কমিশনে নিবন্ধিত সব রাজনৈতিক দলই নির্বাচনে অংশ নিতো। সময় যত যাচ্ছে, বিএনপির নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা তত কমে আসছে। বিএনপি ও সমমনা দলগুলো সরকার পতনের আন্দোলনে আছে। যদিও এই আন্দোলনের সাফল্য নিয়ে কোনো মহলের কোনো উচ্ছ্বাস আছে বলেও মনে হয় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও