বিশ্বকাপে নজরকাড়া নবীনরা
গ্রুপ পর্ব শেষে আজ বাদে কাল শুরু হবে সেমির লড়াই। প্রায় পাঁচ সপ্তাহব্যাপী প্রথম পর্বের ৪৫ ম্যাচে অনেকেই দুর্দান্ত দাপট দেখিয়েছেন, আবার অনেকেই ফ্লপ। বিরাট কোহলি-অ্যাডাম জাম্পাদের মতো অভিজ্ঞদের সঙ্গে এবারের আসরে রাচিন রবীন্দ্রর মতো নবীনও দাপট দেখিয়েছেন। বিশেষ করে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সেমিতে আসার পেছনে নবীনদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এই বিশ্বকাপের চমকই বলা যায় রাচিন রবীন্দ্রকে। ভারতীয় বংশোদ্ভূত এ কিউই তরুণ বাঘা বাঘা ব্যাটারদের পেছনে ফেলে রান সংগ্রাহকদের তালিকায় তৃতীয় স্থানে আছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য ছন্দে ব্যাট করছেন ২৩ বছরের এ তরুণ। ৯ ম্যাচে ৩টি সেঞ্চুরিসহ রাচিনের সংগ্রহ ৫৬৫ রান। তাঁর সামনে আছেন বিরাট কোহলি ও কুইন্টন ডি কক। ওপেন করতে নেমে প্রায় প্রতি ম্যাচেই ঝড় তুলছেন রাচিন। বল হাতেও অবদান রাখছেন তিনি। বাঁহাতি স্পিনে ৫টি উইকেট নিয়েছেন রবীন্দ্র। ১৫ নভেম্বর মুম্বাইয়ের সেমিতে এই ভারতীয়ই হতে পারেন রোহিত-কোহলিদের ফাইনালে ওঠার পথে প্রধান বাধা।