গুগল পে ও ফোন পে’তে কীভাবে পিন নম্বর পাল্টাবেন?

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৩, ০৯:৪০

বর্তমানে ইউপিআই আমাদের সর্বক্ষণের সঙ্গী। ইউজার পেমেন্ট ইন্টারফেস ব্যবহার করে প্রায় সব জায়গাতেই অনলাইনে চলে টাকা-পয়সার লেনদেন। এই ইউপিআই ব্যবহার করার মূল মাধ্যমগুলো হল গুগল পে ও ফোন পে। এছাড়া, আরও অসংখ্য মাধ্যম রয়েছে। 


তবে, মূলত ভারতে এই দু’টি মাধ্যমেই সবচেয়ে বেশি ইউপিআর পেমেন্ট হয়। আজকাল চারপাশে বাড়ছে অনলাইন প্রতারণা। আর তাই মাঝে মাঝে পিন বদলে নেওয়া ভালো। চলুন জেনে নেওয়া যাক এই দুই ইউপিআই মাধ্যমে আপনি সহজে কীভাবে পিন নম্বর পরিবর্তন করতে পারবেন। 


গুগল পে’তে পিন কীভাবে বদলাবেন 


> সবার আগে নিজের ফোনে গুগল পে অ্যাপের একদম লেটেস্ট ও আপডেটেড ভার্সান ইন্সটল করে নিন।
> এবার নিজের ডিভাইসে অ্যাপ খুলুন এবং ডানদিকের কোণে থাকা প্রোফাইল পিকচারের উপর ট্যাপ করুন।
> এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশনে ট্যাপ করতে হবে।
> এবার সিলেক্ট করে নিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে